বিষয়ঃ কবিতা
শিরোনামঃ " মুক্তির পথ"
কবিঃ সনাতন কুন্ডু
তারিখঃ-22-05-2019$$$$$$$$$ " মুক্তির পথ "$$$$$$$$
রহমতের ডালি নিয়ে আসছে মাহে রমজান
উদিত হবে নূতন সূর্য হবে পাপের অবসান ।
চাঁদ উঠেছে রমজানের চলে মুমিনের খোঁজ
রোজা যে তার বিজয়নিশান রাখতে হবে রোজ।।
মুসলিম উম্মাহর নীড়ে রোজাকে সু-স্বাগতম্
ত্রিশ দিনে রোজাদার বান্দা দেখাবে যে তার দম।
পবিত্র মাহে রমজান আসে প্রতি বছর ঘুরে ঘুরে
সিয়াম সাধনা সঠিকভাবেই বান্দারা পালন করে।।
ত্রিশ রোজা ত্রিশ ফরজ খোলে জাম্মাতের দ্বার
জমা হয় যত কিছু সওয়াব আমল নামায় বান্দার।
প্রথম দশ রমজান হয় রহমতের ছায়ায় ঘেরা
মাঝখানের রমজান দশ মাগফেরাতের গন্ধে ভরা ।।
রমজানের ওই শেষ দশে হয় যে নাজাত
সিয়াম সাধনায় কবুল করেন প্রভুর বান্দার মোনাজাত।
এইভাবেই যে কাটিয়ে দেয় তিরিশটা রমজান
নিয়মমাফিক নাজিল হয় পবিত্র আল কোরান।।
লাইলাতুল রজনীর ঊষা ওই আবির্ভাব কালেও
কর্ম সিয়াম সাধনায় জাহান্নমে মুক্তি মেলে।
মহান আল্লাহ্র নেয়ামত থাকলেও আজ অজানা
অভিশপ্ত জীবনে মুক্তি দিবেন আল্লাহ্র রাব্বানা।।
একটি নফল ইবাদত রমজানের ওই মাসেই
একটি ফরজ ইবাদত হয়ে অপর মাসে আসে ।
রমজানেরই একটি ফরজ ইবাদতের মান
পরের মাসের সত্তরটি ফলজ ইবাদতের সমান।।
আজকে যা আছে হীরে, পান্না জহরত আর মণি
নিজের করে নিলেই হবে আখেরাতের ধ্বনি।।
দানের সওয়াব তুলতে হলে দান যে চাই বেশি
তাহাজ্জুদের পুণ্যটুকু পেলেই হবে তাঁরা খুশি।।
পড়বে কোরআন প্রতিদিন মিষ্টি মধুর সুরে
আনন্দেতেই সবার কেমন উঠবে যে মন ভরে।
রমজানেরই পূণ্যে সবে হতে চাই ধনবান
ইনসা-আল্লাহ্ মোবারক হো মাহে রমজান ।।######### সমাপ্ত ########