Thursday, May 23, 2019

কবিতা



 এ লজ্জা কার ! ! 


        রাজু কর্মকার
 



দুর্ভাগ্যের কীট_মাঝে 
নাড়ী ছিঁড়েছে কুমারী মায়ের, ধাত্রী প্রকৃতি । 
সদ্য মায়ের শুকনো বুকে হাহাকার দুধের । 
উন্মুক্ত আকাশ তলে বেড়ে ওঠে 
অপরিনত লিকলিকে শরীর ! 
কুকুরের গাল হতে 
লালা মাখা উচ্ছিষ্ট কেড়ে উদরসাতের 
প্রতিযোগিতায় ক্লান্ত অবয়ব । 
পেটটা না থাকলে তবু 
স্বস্তিতে বাঁচতুম সভ্য মানুষের সমাজে । 
ন্যুব্জ উলংগ শরীরের কাছে 
ক্ষমা চাই বারবার .. ঢাকতে পারলাম না তোকে । 
দু হাঁটুর ফাঁকে গোঁজা মাথা আর বন্ধ চোখ 
চেষ্টা করে আমাকে বাঁচাতে লজ্জা হতে ! 
পথ চলতি মানুষেরা
 নোংরা দুর্গন্ধ বিবস্ত্র শরীর দেখে থুতু ফেলে । 
না পরোয়া আমি প্রহর গুনি মৃত্যুর __
এ লজ্জা কার ? ? 

হাবড়া , উ  24 প  , প :ব :রাজু কর্মকার । 







































 


দুর্ভাগ্যের কীট_মাঝে 
নাড়ী ছিঁড়েছে কুমারী মায়ের, ধাত্রী প্রকৃতি । 
সদ্য মায়ের শুকনো বুকে হাহাকার দুধের । 
উন্মুক্ত আকাশ তলে বেড়ে ওঠে 
অপরিনত লিকলিকে শরীর ! 
কুকুরের গাল হতে 
লালা মাখা উচ্ছিষ্ট কেড়ে উদরসাতের 
প্রতিযোগিতায় ক্লান্ত অবয়ব । 
পেটটা না থাকলে তবু 
স্বস্তিতে বাঁচতুম সভ্য মানুষের সমাজে । 
ন্যুব্জ উলংগ শরীরের কাছে 
ক্ষমা চাই বারবার .. ঢাকতে পারলাম না তোকে । 
দু হাঁটুর ফাঁকে গোঁজা মাথা আর বন্ধ চোখ 
চেষ্টা করে আমাকে বাঁচাতে লজ্জা হতে ! 
পথ চলতি মানুষেরা
 নোংরা দুর্গন্ধ বিবস্ত্র শরীর দেখে থুতু ফেলে । 
না পরোয়া আমি প্রহর গুনি মৃত্যুর __
এ লজ্জা কার ? ? 

হাবড়া , উ  24 প  , প :ব :রাজু কর্মকার । 

No comments: