Monday, May 27, 2019

কবি ফাতেমা তুজ জোহরা

জন্মভূমি 



ফাতেমা তুজ জোহরা






ও আমার জন্মভূমির দেশ,
তোমার রুপের নাইকো শেষ।
তোমার ঐ ধানের শীষে প্রজাপতির মেলা,
তোমার ফুলের বাগানে কত মৌমাছি কাটায় বেলা।
তোমার কোল জুরে বিছিয়ে আছে সবুজের মাঠে,
সময় পেরিয়ে গেলো তবুও জমা আছে মনের স্মৃতি পটে।
তোমার ঐ নদীর বাঁকে কত শত স্মৃতি,
নায়ে ভেসে যাওয়া ভাওয়ালিয়া গীতি।
রং বাহারি রুপ সুন্দরী তোমার কালো কেশ,
প্রজাতির অলংকারে লাগছে তোমায় বেশ।
তোমার আঁকাবাঁকা মেঠুপথে,
সবুজ ছায়ায় প্রান মাতে।
তোমার কাজল কালো দীঘির পাড়ে,
চাঁদের হাসি উঁকি দেয় বাঁশের ঝাড়ে।
তোমার বুকের উপর মন মাতানো ফুলের সুবাসে,
চাদনী রাতে ঝিলিমিলি আলোয় ঘুম না আসে।
একদিন ছেড়ে যাব তোমায় তবু যেতে নাহি মন চায়,
তুমি জড়িয়ে নিও আমায় তোমার আপন আঙ্গিনায়। 

No comments: