বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
• চিত্তরঞ্জন সাহা চিতু
সারা বিশ্ব তোলপাড় করে
অাসলে স্বাধীন দেশে,
বুক ফুলিয়ে বাঙালির মাঝে
যেন বীরের বেশে।
শকুনের দল মহান নেতাকে
রাখতে পারেনি ধরে,
ঐ কারাগার লাথি মেরে ভেঙে
অাসলে নিজের ঘরে।
তুমি অাসছো খবর ছড়ায়
বাতাসের কানে কানে,
বাঙালি জাতি উল্লসিত
যেন নাড়ির টানে।
বিমান বন্দর এলাকা জুড়ে
মানুষের নামে ঢল,
জয়বাংলা ধ্বনিতে ফাটে
বেড়ে যায় মনোবল।
নামলে তুমি খুব ধীরে ধীরে
হাত দু'টো নেড়ে নেড়ে,
বাঙালির নেতা তুমি যে মহান
বাঙালিরা এনেছে কেড়ে।
কাঁন্নায় তুমি পড়লে ভেঙে
সেদিন এসব দেখে,
উত্তাল স্রোত শ্লোগানে ফাটে
হাতে হাত উচু রেখে।
করলো বরণ কোটি জনতা
ফিরে পেলো এই দেশ,
মনের মাঝে অাজও জাগ্রত
হবে না কখনো শেষ।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
No comments:
Post a Comment