Thursday, May 23, 2019

গমন কবিতা জয়ন্ত দেওঘরিয়া

গমন


                   জয়ন্ত দেওঘরিয়া


রোদেলা গমন উদ্ভিদেরই মানায়
     মৃত্যু উপেক্ষা করে, পোড়া হাত, অর্ধ পা-এ ভর দিয়ে থেকে থেকে অনন্তের দিকে।
নীলাকাশে প্রত্যন্ত ইচ্ছা অনুভূতিগুলো ছিটিয়ে দিয়ে যৌবনকে পিছনে ফেলে এক মন্থর গমন।
একবার নিরেট শরীর তৈরি হলে সূর্য ছুঁতে আর কত দেরি?
পার্শ্ব আয়নায় শরীর দেখে এগিয়ে যায় সে অগ্নিপিন্ডের উদ্দেশ্যে।
                 _________________
জয়ন্ত দেওঘরিয়া
আনারা পুরুলিয়া পশ্চিমবঙ্গ

No comments: