Tuesday, May 28, 2019

যাবে আমার সনে
ফাতেমা তুজ জোহরা 
পড়ায় আমার মন বসে না
নেই লেখাতে এখন,
মন টা আমার খেলার মাঠে
থাকে সারাক্ষণ।
বন্ধুরা সব করছে খেলা
দূরের ঐ মাঠে,
দিনদুপুরে স্বপ্নে দেখি
চড়ি ঘোড়ার পিঠে।
খেলার মাঠের পাশে আছে
একটা বদ্ধভূমির ফলক,
জালানা দিয়ে দেখতে গেলে
মা দিচ্ছেন ধমক।
বন্ধুরা সব খেলার মাঠে
দিচ্ছে আমায় ডাক,
অংক করতে বসে আছি
গুন করছি ভাগ।
পড়ালেখার চেয়ে ভালো
বনের শোভা দেখা,
রংতুলিতে ক্যানভাস ভরে
জগৎটাকে আঁকা।
বক,শ্যামা,টুনটিনি আর
শালিক,ময়না,কোয়েল,
বন্ধু হবে আরোও আমার
চড়ুই, টিয়া,দোয়েল।
ওদের সাথে খেলবো আমি
খেলবো ঘুরে বনে,
এইতো আমি ডাকছি তোমায়
যাবে আমার সনে ? 

No comments: