Friday, May 24, 2019

পাহারাদার প্রবীর রায়





পাহারাদার 

                     প্রবীর রায়




গহীন সমুদ্র বিশাল তার গহ্বর
গর্ভ জলহীন তবু ও প্রাণ সঙ্কটে
সুবিস্তৃত তীর বক্ষভাগ কঙ্কালসার
দিগ্বিদিকে ধ্রুবতারার কান্নাকাটি
প্রাণ ফেরাতে অমরতরু ও ব্যর্থ
নিম গাছের ডালে শকুনির বাসা
সুধা বিকোচ্ছে আজকের কীটাণু
মিষ্টতা ছেড়ে তেতোতে পিঁপড়ের ভীর
চুষে খাচ্ছে ঘিলু,রক্তে অ্যান্টিবডি--
একটি কান্নারত শিশু মাঝি,পাহারাদার
ধুলো আর রক্ত খাচ্ছে আপনমনে
বিষণ্ণ হয়ে খুঁজছে, কিন্তু কেউ নেই কোত্থাও।

No comments: