Sunday, November 10, 2019

ইংরেজি সাহিত্যিকদের (কবিদের) উপাধি / ছন্দনাম । বাংলা সাহিত্যিকদের ( কবি ) উপাধি / ছন্দনাম ।



English Literature
✪ ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হল- Beowulf
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য -- মেঘনাদবধ। (১৮৬১) = মাইকেল মধুসুদন দত্ত
✪ ইংরেজি গদ্যের জনক – John Wyclif
বাংলা গদ্যের জনক -- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
✪ শেক্সপিয়র জন্মগ্রহণ করেন-১৫৬৪ সালে
কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহণ করেন -১৮৯৯ সালের ২৪শে মে বাংলা ১৩০৬ সন ১১ই জ্যৈষ্ঠ (কোন কোন বইতে ২৫ মে পাবেন। তবে উইকিপিডিয়া ও বাংলাপিডিয়াতে ২৪ মে পাবেন।
✪ শেক্সপিয়র মৃত্যুবরণ করেন- ১৬১৬ সালে
কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন - ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩)
✪ শেক্সপিয়র নাটক লিখেছেন – ৩৭ টি।
কাজী নজরুল ইসলাম নাটক লিখেছেন- ৬ টি
✪ William Wordsworth এর উপাধি হল- The Poet of Nature.
জীবনানন্দ দাশের উপাধি হলো – প্রকৃতির কবি
✪ John Keats এর উপাধি হল- The Poet of Beauty.
মহাদেব সাহা এর উপাধি – প্রেম ও সৌন্দর্যের কবি
✪ John Milton এর উপাধি হল- English Epic Poet.
✪ George Orwell এর মূল নাম হল- Eric Arthur Blair
✪ George Eliot এর মূল নাম হল-Mary Ann Evans.
✪ P.B. Shelley কে Oxford University থেকে বহিস্কার করা হয়েছিল।
✪ S.T. Coleridge আফিমে আসক্ত ছিল।
✪ ইংরেজি উপন্যাসের জনক- Henry Fielding
✪ T.S. Eliot কে তার বিখ্যাত কবিতা ‘The Waste Land’ এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিল
✪ John Keats পেশাগতভাবে একজন ডাক্তার ছিলেন।
✪ Winston Churchill ছিলেন এমন একজন রাষ্ট্রপতি যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন।
✪ Sydney William Porter এর pen name হল O’ Henry.
✪ T.S.Eliot তার তত্ত্ব ‘Objective Co-relative এর জন্য বিখ্যাত।
✪ Sigmund Freud তার তত্ত্ব ‘Psycho Analysis’ এর জন্য বিখ্যাত।
✪ James Joyce তার তত্ত্ব ‘Stream of Consciousness’ এর জন্য বিখ্যাত।
✪ ইংরেজি সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়- Lord Byron
✪ ইংরেজি কবিতার জনক- Geoffrey Chaucer
✪ জন কিটস মারা গিয়েছিলেন- যক্ষায়
✪ Bertrand Russel হলেন একজন দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছিলেন।
✪ প্রথম ইংরেজি ডিকশনারি রচনা করেন- Samuel Johnson





কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী -
✿ উপাধি ✿
১ ) আব্দুল করিম ➫ সাহিত্য বিশারদ ।

২ ) আলাওল ➫ মহাকবি ।

৩ ) গোবিন্দ দাশ ➫ স্বভাব কবি ।

৪ ) গোলাম মোস্তফা ➫ কাব্যসুধাকর ।

৫ ) ঈশ্বরচন্দ্র গুপ্ত ➫ যুগসন্ধিক্ষণের কবি ।

৬ ) কাজী নজরুল ইসলাম ➫ জাতীয় কবি / বিদ্রোহী কবি ।

৭ ) গোবিন্দ দাস ➫ স্বভাব কবি ।

৮ ) জাহানারা ইমাম ➫ শহিদ জননী ।

৯ ) জসীমউদ্দীন ➫ পল্লিকবি ।

১০ ) নজিবর রহমান ➫ সাহিত্য রত্ন ।

১১ ) জীবনানন্দ দাস ➫ প্রকৃতির কবি ।

১২ ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ➫ সাহিত্য সম্রাট ।

১৩ ) প্রমথ চোধুরী ➫ চলিত রীতির প্রবর্তক ।

১৪ ) বিষ্ণু দে ➫ মাকর্সবাদী কবি ।

১৫ ) বিহারী লাল চক্রবর্তী ➫ ভোরের পাখি ।

১৬ ) মাইকেল মধুসুদন দও ➫ বাংলা সাহিত্যের আধুনিকতার উদ্যেক্তা

১৭ ) মুকুন্দরাম চক্রবর্তী ➫ কবি কঙ্কণ ।

১৮ ) মুকুন্দ দাস ➫ চারণ কবি ।

১৯ ) রবীন্দ্রনাথ ঠাকুর ➫ বিশ্বকবি /কবিগুরু ।

২০ ) বেগম রোকেয়া সাখওয়াত হোসেন ➫ বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত ।

২১ ) রামনারায়ণ ➫ তর্করত্ন ।

২২ ) শামসুর রহমান ➫ নাগরিক কবি ।

২৩ ) সত্যেন্দ্রনাথ দও ➫ ছন্দের জাদুকর ।

২৪ ) সুফিয়া কামাল ➫ জননী সাহসিকা ।

২৫ ) সুকান্ত ভট্টাচার্য ➫ কিশোর কবি ।

২৬ ) হেমচন্দ্র বন্দোপাধ্যায় ➫ বাংলার মিল্টন ।


✿ ছদ্মনাম ✿

১ ) গাজী মিয়া ➫ মীর মশাররফ হোসেন ।

২ ) জহির রায়হান ➫ মোহাম্মদ জহিরুল্লাহ ।

৩ ) কালকূট ➫ সমরেশ বসু ।

৪ ) কমলাকান্ত ➫ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

৫ ) দৃষ্টিহীন ➫ মধুসুদন মজুমদার

৬ ) ধুমকেতু ➫ কাজী নজরুল ইসলাম ।

৭ ) নীল লোহিত ➫ সুনীল গঙ্গোপাধ্যায় ।

৮ ) বনফুল ➫ বলাইচাদঁ মুখোপাধ্যায় ।

৯ ) বীরবল ➫ প্রমথ চৌধুরী ।

১০ ) ভানুসিংহঠাকুর ➫ রবীদ্রনাথ ঠাকুর ।

১১ ) শওকত ওসমান ➫ শেখ আজিজুর রহমান ।

১২ ) হুতোম প্যাঁচা ➫ কালী প্রসন্ন সিংহ ।





কবি / সাহিত্যিক উপাধি ছদ্মনাম
অনন্ত বড়ু ----- বড়ু চন্ডিদাস
অচিন্তকুমার সেনগুপ্ত ----- নীহারিকা দেবী
আব্দুল কাদির ছান্দসিক কবি -----
আলাওল মহাকবি -----
আব্দুল করিম সাহিত্য বিশারদ -----
ঈশ্বর গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি -----
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর -----
কাজেম আল কোরায়েশী কায়কোবাদ -----
কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি -----
কালি প্রসন্ন সিংহ ----- হুতোম পেঁচা
গোবিন্দ্র দাস স্বভাব কবি -----
গোলাম মোস্তফা কাব্য সুধাকর -----
চারুচন্দ্র মুখোপাধ্যায় ----- জরাসন্ধ
জসীম উদ্দিন পল্লী কবি -----
জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পান্ডুলিপির কবি
ডঃ মনিরুজ্জামান ----- হায়াৎ মামুদ
ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা বিজ্ঞানী -----
নারায়ণ গঙ্গোপাধ্যায় ----- সুনন্দ
নজিবর রহমান সাহিত্যরত্ন -----
নীহাররঞ্জন গুপ্ত ----- বানভট্ট
নূরন্নেসা খাতুন সাহিত্য স্বরসতী, বিদ্যাবিনোদিনী
প্যারীচাঁদ মিত্র ----- টেকচাঁদ ঠাকুর
ফররুখ আহমদ মুসলিম রেনেসাঁর কবি -----
বলাইচাঁদ মুখোপাধ্যায় ----- বনফুল
বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় সাহিত্য সম্রাট -----
বাহরাম খান দৌলত উজীর -----
বিমল ঘোষ ----- মৌমাছি
বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি -----
বিদ্যাপতি পদাবলীর কবি -----
বিষ্ণু দে মার্কসবাদী কবি -----
প্রমথ চৌধুরী ----- বীরবল
ভারতচন্দ্র রায় গুনাকর -----
মধুসূদন দত্ত মাইকেল -----
মালাধর বসু গুণরাজ খান -----
মুকুন্দরাম কবিকঙ্কন -----
মুকুন্দ দাস চারণ কবি -----
মীর মশাররফ হোসেন ----- গাজী মিয়া
মধুসূদন মজুমদার ----- দৃষ্টিহীন
মোহিত লাল মজুমদার ----- সত্য সুন্দর দাস
মোজাম্মেল হক শান্তিপুরের কবি -----
যতীন্দ্রনাথ বাগচী দুঃখবাদের কবি -----
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, নাইট ভানুসিংহ
রাজশেখর বসু ----- পরশুরাম
রামনারায়ণ তর্করত্ন -----
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী -----
শেখ ফজলুল করিম সাহিত্য বিশারদ, রত্নকর -----
শেখ আজিজুর রহমান ----- শওকত ওসমান
শ্রীকর নন্দী কবিন্দ্র পরমেশ্বর -----
সমর সেন নাগরিক কবি -----
সমরেশ বসু ----- কালকূট
সত্যেন্দ্রনাথ দত্ত্ ছন্দের যাদুকর -----
সুনীল গঙ্গোপাধ্যায় ----- নীল লোহিত
সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি -----
সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি -----
সুভাষ মুখোপাধ্যায় পদাতিকের কবি -----
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী স্বপ্নাতুর কবি -----
হেমচন্দ্র বাংলার মিল্টন

No comments: