জবাব দাও
প্রবীর রায়
হে সমাজের সভ্য ব্যক্তি তোমরা জবাব দাও?এক রক্ত সকল শিরায় কেনহে ভুলে যাও!
একটাই প্রাণ-মাতৃ নাড়ী-জন্মদাতাও এক
এক সে ঈশ্বর তারি সৃষ্টি সুখ-দুঃখের ভাক
তবে-কেনহে বিভেদ,খুনোখুনি কেনই অহংকার
জবাব দাও জনগণকে যত আছো সব সরকার
মুখ খুললেই প্রশ্ন প্রচুর উত্তর বিহীন সবটাই
বোকা জনগণ নৃত্যে নাচে খোঁড়েন মরণ খাঁই
নেতার ভাষণ রক্ত মিছিল ধুলোয় জমে কবিতা
দৈত্যি মাতে যীশুই গাঁথে লাশ হয় কোরান-গীতা
নিত্য চলে জনসভা, মিটিং ব্যস্ত তারা
ফায়দা লুটে রাজ করে, পতিত সর্বহারা
প্রশ্ন শুনেই মন্ত্রী ফাঁসে গরিব পেটে জ্বালা
ঢোক গিলতেই ঘর্ম ঝরে নেতা সাজে কালা
জীবনানন্দ ঠিক বলেছেন অন্ধই দেখেন বেশি
নিঠুর-লোভীর পরামর্শহীন পৃথিবী প্রায় শেশি
কৃষক কেন দিচ্ছে জীবন মরছে কেন বেকার যুব
কি হবে পরিবার গুলোর?জবাব দাও ধ্বংস ধ্রুব?
No comments:
Post a Comment