শুধু এটুকুই:-
তার গালে একটা তিল ছিল,
নাকের ডগায় জমে যেত শুভ্র মুক্তাদানার মত ঘাম রাশি।
তার চোখ হাসতো;অনুসূয়া কুমারী,
অনিন্দ্য আহামরি-প্রিয়ংবদা।
একদিন ঘন কুয়াশার জলে তার মুখ ডুবে গেল!
আর কিচ্ছু ছিলোনা আমার কাছে;
শুধু এটুকুই!
আমি চাদরের ভিতর লুকিয়েছি চাঁদ কতবার!
আমার যতন ছেড়ে,সব টুকু আলো নিয়ে-
দুরাকাশে গেল;
আমার চোখ দুটো হয়ে গেছে বোবা,
চাঁদ ওখানে পেতেছে সংসার!
আর কিচ্ছু ছিলোনা আমার কাছে;
শুধু এটুকুই!
গাজী রায়হান হাফিজ হোসেনপুর-কালিগজ্ঞ
18.05.19. ঢাকা সাতক্ষীরা
No comments:
Post a Comment