Thursday, May 23, 2019

মা বিষাদ রান্না করে ---আবদুস সালাম


মা বিষাদ রান্না করে   ---আবদুস সালাম


উচ্ছছল জীবন আঁতকে ওঠে
ময়লা ধরা চিমটেকাটা আঁচলে নেমে আসে রাত
আমরা ঘুমিয়ে পড়ি

মিথ্যে চেতনার শ্লোগানে মুখরিত হয় পৃথিবীর বারান্দা
মায়ের আঁঁচল  ছিঁড়ে পতাকা বানায়

বৃদ্ধা শ্রমে ছেলে ফেরার আশায় দিন পেরিয়ে সন্ধ্যা হয়
 সম্মোহনী বিষাদ রান্না করেন  মা।  
@@@@@




অন্ধকারের   বর্ণমালা  --আবদুস সালাম


যেদিকে তাকায় অন্ধকার ডানা মেলে উড়ছে
পোশাক খুলে পড়ছে রাতের
দিব্যি অনাবিল সময় মাতছে অন্ধকারের রঙে

খেলার অভ্যাস মেনে খেলছি
ধেয়ে আসছে পরকাল
পরকালের ভাবনা নিঙড়ে ইহকাল মরনাপন্ন

ঘরে ঘরে পালিত হয় জন্মদিন
নিত্য জন্ম নিচ্ছে বেহায়া বাস্তব
বেহায়ার খোলস মেখে অন্ধকার শুয়ে আছে
বিবর্ণ বিছানায়

ফানুস উড়ছে মরা বিবেকের বনে
ডানা ভেঙে পড়ে আছে প্রজাপতি
সভ্যতার মান ভাঙাতে ছড়িয়ে দিলাম 
অন্ধকারের ইস্তাহার
অন্ধকারের ছায়ায় মেলে ধরলাম বিবর্ণ বর্ণমালা 
---@@---
উত্তর এর আশায় রইলাম
21/05/19




আবদুস সালাম
প্রয়াস ,শ্রীকান্তবাটী মাদারল‍্যান্ড
ডাক রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ (পশ্চিম বঙ্গ ,ভারত)742225
973433






No comments: