Friday, May 24, 2019

যুগ (কবিতা) পঞ্চানন মল্লিক








যুগ

  পঞ্চানন মল্লিক

আজ কাল শিয়ালেরা খুব বেশিলোকালয়ে আসেনা,মুরগীরাই এক পা-দু'পা করেচলে যায় শিয়ালের ফ্লাটে।রাতের কুঠিরে চাঁদ ঘুমালেঅথবা রুপালি চাঁদের চোখে ধুলো দিয়ে,কান পেতে শোনে শিয়ালের ফিসফাস।ক্ষুধার্ত আবর্জনার ঘরেশিয়াল ও রেডি  রাখে মুরগীর প্রাতঃরশ,ওরা জানে-যুগ পরিবর্তনেএখন হরিণ ও চাটে বাঘের গাল।

-------------------------------
পঞ্চানন মল্লিক
সুন্দরবন কুরিয়ার সার্ভিস
পাইকগাছা পৌরসভা শাখা, খুলনা।





No comments: