ফসল
জেবু
স্বাধীনতার আগে
একটা দেশ বা জাতি হয় না
সুন্দর অনন্য সৃষ্টির জন্য নাকি
স্বাধীনতা প্রয়োজন,
সামাজিক প্রতিসঠার জন্য
মানুষ হওয়ার ধরাবাঁধা পথে
হাটঁতে হাটঁতে ক্লান্ত জাতি।
গাড়ি বাড়ী জমি ফ্লাট
এখন মানুষের পরিচয়,
তাহলে কোথায় মানুষ?
খুজেঁ খুজে বেলা গেলো,
পথ খুঁজতে নাকি
লাগে মুক্তিযুদ্ধের চেতনা
অধুরা মাছে ভাতে বাঙ্গালী।
সচেতনতা অপরাধ বটে
অঙ্গীকার কই ?
ঘুরে ফিরে প্রেম বিলাস
প্রতিবাদেরা দাফন হয়েছে
ইনিয়ে বিনিয়ে বাক্য বিনিময়,
মানবতা অন্ধ
নামী দামী হতে ওরা মগ্ন।
দেখো গ্লাসের ওপাশে
ব্যাংক লুটপাট,
সাধারনের চোখ ছলছল জল
এতোটুকু বাচার আকুলতা
হয় না আর পূরন,
মাস শেষে হিসেবের দাবানলে
একই অভিন্ন অতৃপ্ত জীবন
সম্মানের চাদর।
চাল ডাল তেলের ভালোবাসাতে
মরছে মানুষ হারতে হারাতে,
বেশি কিছু চাওয়া নয়
তবুও পাওয়া হয় না,
স্বাধীনতার ফসল পেয়ে
স্বপ্নরা মরে গেছে,
ভালোবাসার জলে যারা মরে
তাদের মারতে যুদ্ধ লাগে না।।