Monday, September 12, 2022

স্ব-বিরোধ by কবি বন্দনা মালিক

 স্ব-বিরোধ
    
 বন্দনা মালিক


সময়ের সাহসী উচ্চারণ শোনা যায়
শতাব্দীর অবহেলায় জন্ম নেয়া শিশুটির মুখে,
দীর্ঘশ্বাসের বাঁশি বাজায় জাম-জামরুল
অভিশপ্ত দুপুর খোঁজে কোন খাদ্যের ডাস্টবিন।

যন্ত্রণাকাতর কবির আক্ষেপে রক্তাক্ত হয় সংস্কৃতি
স্মরণ সভায় সংবর্ধিত হয় প্রয়াত বিকেল।

নিরাসক্ত মধ্যবিত্ত আজ শরতের মেঘমালা
নীরন্নের চিৎকারে সুর বাঁধে ধনকুবের মার্সিটিজ,
রাতের আঁধারে আরাধ্যা হয় যমুনা যুবতী
অর্থনীতি মুখ লুকায় মেঘ বালিকার শাড়ির ভাজে।।

অসংগতির কাব্য শোনায় তৃতীয় বিশ্ব
বোধহীন সমাজ চুমুক দেয় বধিরতার গ্লাসে,
প্রতিবাদের আকাশে মেঘাচ্ছন্ন অমাবস্যা
তবুও স্ববিরোধী আমজনতা সহস্যে ভরে দেয়
মীর জাফরের ভোট বাক্স।।


বন্দনা মালিক
গ্ৰাম ও পোস্ট: খাজুরদহ
থানা: গুড়াপ
জেলা: হুগলি

No comments: