ঝরা শেফালি
মেশকাতুন নাহার
শরতের শেষে স্নিগ্ধ হেমন্তে
সাদা কমলার পোশাকের আবরণে
শুভ্রতার হাসি মেখে সৌরভ ভরিয়ে দিতে
এসেছিলে মায়াবী রূপের ঝলকানিতে
তোমারই বর্ণচ্ছটায় উদ্যান উঠলো হেসে
ফোঁটা ফোঁটা শিশির বিন্দু তোমার অঙ্গে
যেন সদ্য স্নান করে আসা অপূর্ব রমণীর ভঙ্গিতে
মুক্তোর মতো স্ফুলিঙ্গ মাধুর্য দ্যুতিতে
হৃদয়ে শিহরণ জাগিয়ে তোলে
শেফালী তোমার পুষ্পরসের উপস্থিতিতে।
তোমারই শোভায় মিষ্ট ঘ্রাণে সুবাসিত সমীরণে
রাতভর কাননে সুরভি ছড়িয়ে
অনুরাগে ভরিয়ে দেয় মোহাবিষ্ট আবেশে
প্রচণ্ড অভিমানে ঝরে পড়ে সে প্রভাতে।
হঠাৎ প্রাতঃকালে এক প্রেমাস্পদ এসে
শিশির ভেজা স্নিগ্ধ রূপের শেফালী নিলো কুড়িয়ে
শুভ্র অভিমানীকে নিয়ে পরম যত্নে গাঁথে মালা
অঞ্জলি দেয় দেবীর চরণে
হৃদ মন্দিরে বসিয়ে সাজিয়ে পূজার ঢালা।
No comments:
Post a Comment