ভালবাসার সাতরঙ
সাইদ সুমন (শাহজালাল)
ভালবাসার সাতরঙে
বাধা আছে জীবন
আবৃত থাকে সে
পেন্সিলেরই মতন।
যেমন খুশি রঙ তুমি
নিতে পার তখন।
দূঃখ আছে সুখ আছে
এ জীবনে ভাই,
তাই নিয়ে জীবন নৌকা
আমরা যে সাজাই।
ভেঙে তুমি পরো না
দূঃখ কাছে এলে,
সাহস নিয়ে পথ চলো
মুক্ত হবে তাতে।
জীবন তোমার অনেক বড়ো
আসমানেরই মতো,
ভালবাসায় রাঙ্গিয়ে দাও
তোমার সীমা যত।
ভূলে ভরা জীবনটাকে
একটু পিছে ফেলে,
সাজিয়ে নাও রঙ্গ মঞ্চ
তোমার মতো করে।
তোমার ছোয়ায় হাসবে মানুষ
দেখবে বাঁচার আশা,
তোমায় মিয়ে বাধবে সে
দেশ গড়ারই নেশা।
No comments:
Post a Comment