সবুজ
********
হায় - রে - সবুজ !
তোমাকে আমরা হারিয়ে ফেলছি !
উন্নয়নের নামে নামাঙ্কিত করে ,
গোগ্রাসে গিলছি চির সবুজের দেশ ,
শহীদ করছি হাজার হাজার গাছ !
একদিন ভূলে যাবো - শাল,,,,,শিরিষ,,,,,মহুল,,,,,,কে ন্দু,,,,, সেগুন ,,,,,,অশ্বথ ,,,,,,শিমুল ,,,,,,
তেঁতুল ,,,,,বট ,,,,,,বাদাম ।
স্মৃতিপটে তোমাদের উপকারিতা
জাগবে মনে মনে ,বারে বারে ।
ভাষণে ভাষণে উত্তপ্ত পৃথিবী-কে
ঠান্ডা করে দেব ক্ষণিক সময়ের জন্য ।
" গাছ বাঁচাও , প্রাণ বাঁচাও "
অরণ্য সুন্দরী কে নিধন করে , নগ্নতার
চিন্তায় বিভোর হবো ।
কুমির অশ্রু গোপনে ,গহনে তরতাজা
থাকবে মনের গভীরে ।
#
আর নগ্নতা নয় ।
উন্নয়নের আগ্রাসী ক্ষুধার সাথে -
নব জন্ম হোক লক্ষ লক্ষ গাছের ।
ফিরে আসুক " চির সবুজ "
বন্ধন হোক মানব জীবনে ।
গান গাইতে চাই ,স্বপ্ন দেখতে চাই -
অরণ্য সুন্দরী -কে নিয়ে !
# #
No comments:
Post a Comment