শরত এলেই
সফিউল্লাহ আনসারী
তপ্ত দুপুর ছন্দ নূপুর
আকাশটা ঝিলমিল,
শরত এলেই স্বচ্ছজলে
শাপলা ফোটা বিল!
ঝিলের জলে মনের সুখে
মাছ করে কিলবিল,
গভীর তলে পালায় তারা
তালকে বানায় তিল!
ধবধবে রঙ কাশেরবনে
নদীর পাশেই হিল,
জানি জানি শরত রাণী
ইচ্ছেজাগা ফিল!
সারি সারি নৌকো চলে
নেই তাতে গরমিল,
বর্ষা থেকে শরত আসে
আনন্দে খিলখিল!
#
সফিউল্লাহ আনসারীর
কবি-ছড়াকার
বাংলাদেশ
No comments:
Post a Comment