Tuesday, August 31, 2021

চিলেকোঠা by মোঃ নূরে আলম হায়দার

 





চিলেকোঠা
মোঃ নূরে আলম হায়দার 


স্বপ্নের চিলেকোঠায় করি 
আমি আজও বসবাস,
কেন তুমি এসেছিলে বলো
করতে হৃদয় জমিতে চাষ!

জমি খুশি হয় ফসল হলে
আর হৃদয় খুশি হয় আশায় 
ক্ষনিক জন্য মিশেছিলে কেন?
আমার ক্ষুদ্র ভালোবাসায়!

চিলেকোঠা আমায় আজও বলে
কেন আছিস চেয়ে,
এটাতো হলো বিষ বিলাসী 
নয়তো কোনো মেয়ে!

মানুষের কি হয় কথার খেলাপ
যদি না থাকে অমানুষের ছাপ,
তুমি তো হলে মুখোশ দারি
দিয়েছো মশালের পরিতাপ!

চিলেকোঠা আজ মহা শূন্য 
শুধু আমায় হেসে বলে,
কে বলেছে বসাতে প্রেমেরি জাল
কে বলেছে করতে মনের লেনা
ঐ দুষ্টু তুমির ছলে।

পাখি গুলো আজ আমায় দেখে 
ফেলছে চোখের জল,
কেন আমায় ছেড়ে চলে গেলি
কি কমতি ছিলো বল।

মনের জমি নেই যে ফাঁকা 
চাষ হয় তাতে রোজ,
আমার ঘুমে তুমি আজও আসো
শুধু তুমি নেওনা খোঁজ!





ঠিকানা- বিভাগ- বরিশাল 
জেলা- ভোলা
উপজেলা-মনপুরা
পোস্ট- সাকুচিয়া।

1 comment:

calandraumali said...

Mgm-2021 - Casinos at MGM National Harbor
› › National › 구리 출장마사지 National MGM 포천 출장샵 National Harbor will be located at the MGC National Harbor in Washington 용인 출장안마 state. MGM National Harbor 충청북도 출장마사지 is one 밀양 출장마사지 of the only gaming facilities in the United States with