কবিতার ইতিবৃত্ত
লাকী আরিফুল হাসান
***ধরে নিলাম আমাদের সংসারটা একটি কাব্যগ্রন্থ
রান্নাঘরের প্রতিটি আসবাবপত্র একেকটটি শব্দ
হাত থেকে পড়ে যাওয়া চামচ কিংবা খন্তির শব্দ
কবিতার ছন্দ
মসলা মাখানো তরকারির ঘ্রাণ
কবিতার অন্তর্নিহিত ভাব
তোমার প্রিয় ঝরঝরা মাংসের খিচুড়ি
ভুলামন হয়ে দু'বার লবন
কবিতার বিরহ
ভাল না লাগা কচুর লতির ঘ্রানে মুগ্ধ
যেনো খুজে পাওয়া কবিতার সুখ।
No comments:
Post a Comment