একটি কবিতার জন্য
চিত্তরঞ্জন গিরি
কত পর্বত ভেদ করে হিমবাহের সন্ধানে ছুটছি অনাদি অনন্তকাল জুড়ে।
শুধু পাথরের ঠোক্কর! অমাবস্যার গোগ্রাসি থাবা খেয়েছি সাঁড়াশি বন্যায় । শরীরের প্রতিটি অঙ্গ ক্ষত বিক্ষত ক্ষুরধার আঁচড়ে।
অনুসন্ধিৎসু মন হারিয়ে যায় বেদনার বালুচরে
আবেগ মিশ্রিত তাপ ই তাপের সাথে ছলনা করে।
কত অক্টোপাশের বন্ধন ছিন্ন করে আম্রপালির মতো বনলতা কে ছুঁতে পেরেছিল সেই কবে বিম্বিসার!
আগুনের মধ্যে আরেক আগুন আছে তার তাপে পুড়ে পুড়ে জেগেছিল গীতগোবিন্দ। জয়দেবেরইঅভিসার।
চম্পা নদীর জলোচ্ছ্বাস সাঁতরাতে সাঁতরাতে কখন যে আটকে গেছি লাঙ্গলের ফলায় তিন ফসলি মৃত্তিকায়।
জনক রাজা সীতাকে পেয়েছিল। রামচন্দ্র ধরে রাখতে পারেনি। না চাইলেই যা পাওয়া কখনো কখনো সেই ষোল আনাই মহাশূন্যে বিলীন হয়েযায়।
তবুও ছুটছি প্রিয়ার স্মৃতি সত্তা সম্ভারের ঘ্রানের টানে
বাসক পাতার মধ্যেও অমৃতের সন্ধান মেলে যদি তুমি আগুন জ্বালাতে শেখো? সজীবতায় মুখরিত হবে তোমারি ছন্দ -তোমারি পল্লবীত প্রাণে।
নীলকন্ঠ শিব হতে পেরেছিল জন হেনরি।
কলম তো চলবেই ক্ষত-বিক্ষত হয়ে। তা প্রদীপের সন্ধানে। সব রস টুকু তার শুষে নেওয়ার ভার তো আমারি ।
স্থলপদ্ম। তুমি হও আরো উজ্জ্বল। তোমার এক একটা পাপড়িতে জেগে থাকুক এক একটা ধর্ম হিন্দু মুসলমান জৈন পারসিক মুসলমান।
সাদা পাতার উপর হৃদস্পন্দন বাঁধে যেন আত্মার ই বন্ধন। সবুজের হিল্লোল। দূরবীন এর ভীতর স্পষ্ট চিত্রকল্পে জেগে থাকুক আমরা যে মানব সন্তান।
My address
Chitta Ranjan Giri
C-03 Sreenagar paschimpara panchasayar road
Post -panchasayar
Kolkata 700094
West Bengal India
No comments:
Post a Comment