Friday, September 27, 2019

অমিতাভ দাস

অজস্র অপেক্ষা
অমিতাভ দাস


বারবার মৃত্যুর চোখেচোখ রেখে রুখে দাঁড়াই
যে নবজাতক হাসছিল,কাঁদছিল,দেয়ালা করছিল ঘুম ঘোরে,তার পিঠে মৃত্যুর আঁচড় পড়ার আগেই বুক চুল্লী জ্বালিয়ে পুড়িয়ে ফেলি সে নখর থাবা।

ঘুন ধরা সময় বার্ বার্ বলে এক হেরে যাওয়ার গল্পকথা অথচ পাঁজরের নীচ থেকে উঠে আসে লড়াইয়ের ডাক।

দেওয়ালে ঠেকে যায় পিঠ,তবুও চাপ দিই,চাপ দিই মেরুদন্ড বরাবর, সামনে পবিত্র আলো জ্বেলে মুখ চেয়ে 
তোমার আমার সবার ছেলে মেয়ে।



(অমিতাভ দাস                                                                           40/এ বাকসাড়া রোড,বাকসাড়া,হাওড়া - 711110

No comments: