Friday, August 16, 2019

মেঘের নীড়ে লেখক: আনোয়ার সাদাৎ জাকি




এ শহরের মেঘগুলো ভীষণ দুরন্তদুর্বার,অদম্য- অনুশ্রী যোবন উল্লাসেনদীর বুকে অশান্ত ঢেউয়ের মতো যেন ইচ্ছে হলেই ছুটে চলে চারিদিকে।
প্রান্তর থেকে তেপান্তরেবায়ু তরীতে ভেসে হঠাৎ নীল আকাশপটেবিস্তর শুভ্রকেশ রচনায় এ শহরে অপ্রতাশ্যিত বৃষ্টি নামে।
উত্তরীর কল্লোলিত এলোকেশী ছন্দেঝরঝর বরষার এ বৃষ্টিতেমনের ক্যানভাসে স্মৃতির অগোচরেআজ শুধু তোমারেই পড়ে মনে।

No comments: