Friday, August 16, 2019

sumobano@gmail.com



পূজোর গন্ধ

Sumit banerjee



ঢাকে কাঠি পড়লো যে ওই
পূজো আসার গন্ধে
খুঁটি পূজোর মন্ত্র শুনে
মন ভেসে যায় তরঙ্গে।
পাড়ায় পাড়ায় এবার শুরু
প‍্যান্ডালেরি কাজ
মাগো তুমি চলে এস
মন মানে না আর।
তোমার আসার দিনগুলি যে
বসে বসে গুনি
তোমার আশিষ পাবার আশায়
মাথা নত করি পায়ে।
প্রণাম তোমায় দূর্গা মাগো
ভালো রেখো বারে বারে
এ পৃথিবীর মঙ্গল করো মাগো
এই কামনাই করি।।।।

No comments: