Saturday, August 17, 2019

কবিতা

মানবিকতার শিক্ষা


সায়‍নদীপ  মাইতি





রাজপথের ধারে ধারে,আজ কত ভিখারী,দরিদ্র; পথচারীর পানে চেয়ে আছে-
দিনের সামান্য খাদ্যের প্রয়োজনে।
ব্যস্ত মানুষগুলি চেয়ে চেয়ে প্রস্থান করে
তখন কোথায় লুকিয়ে থাকে তার মানবিকতা?
এত ব্যস্ততা কেবল কি তার এ‌‍বং নিকটজনের- প্রয়োজনে?
সমাজ ও দেশ তাকে কী শিক্ষা দিয়েছে-
কুটিলতা,লোভ ও হিংসার প্রচার করুক তবে।
একদা নিজের সন্তানেরও যখন সমান আচরন- দেখবে;
সেদিনই প্রকৃত শিক্ষাটুকু তার হবে,
তখন ক্ষমা করার কেউ থাকবে না।
                                ----------------



কাঁথি  Pin code-721401 Sayandeep Maity
Son of-Kalipada  Maity Kishorenagar,Kishorenagar Garh

No comments: