Friday, August 16, 2019

নিঃশব্দ আহামদ এর কবিতা





প্রয়াণ ঘোষণা এক
নিঃশব্দ আহামদ



 দৃশ্যের মতো সান্নিকট এই অসহায় বোধ,
লিখছি এই মৃত্যুর স্তুতি ,যখন একা হলাম,ঠিক কোনো বিকেল-শান্ত এক দিঘি  ছলাৎ শব্দ তুলে উড়ে যায় সফেদ বক -আমি বারংবার দেখবো ভেবে দৃশ্য এমন,নিভে আসে আলো৷

যে সন্ধ্যার গায়ে রেখে ক্লান্তির উশখূশকো ঘ্রাণ
ফিরে আসি রোজকার ঘর,নিকষ কালোয় আচ্ছন্ন ,শোকাতুর কপাট খুলে শুনি বিলাপ এক
মথিত করেনা প্রিয়তমার অমনো আবেশের কোনো চোখ৷

না অনাহার,অনাচার কিংবা আশংকার মহামারি রূপ 
একটা মুখের কাছে কেমন ছড়িয়ে পড়ে আনন্দ
যতোবার সরে যেতে যেতে দূর,অসীম শূন্যতা
কেমন একা একা লাগে,আলাদা হয়ে আসে আমি আর মৃত্যু৷

আর তুমি এবং আমি-এখানেই জীবন যেমন যৌবন
ছেড়ে গেলে এতোটুকু পা,এ আঁধার পাঠ করে নিঃশব্দ প্রয়াণ ঘোষণা৷

No comments: