Friday, August 16, 2019

শম্পা মনিমার কবিতা






সম্পর্কের নতুন অধ‍্যায়শম্পা মনিমা


লবনাক্ত জলাশয়ে দহনলীলা চলে
দ্বান্দ্বিক নেশায় যায় দিন , যায় রাত,
ডুবো নেশায়  ডাকি ,আমি  হবো কার,
সঠিক পথ কোনটা আমার?

সাজানো উজ্জ্বল মুখে
তোড়া ফুলের অমলিন সুখ
আমি কি তোমার?

অভাবের অসুখ বেদনা
না পাওয়ায় চির গভীর অনলে জাগি একা–
আমি কার?

বয়স্ক রোদে পাইনি খুঁজে কথা
তবু ডাকিনি তোমায় নিশ্চিত পথে
কুড়িয়ে রাখি,সাজাই,
ফেলে চলে গেলেও,আবার সাজাই–দিবারাত্রি

পথ ভুলে এসে ছিলে
আনমনে আঁকা এক মুখে–
সাজানো  সম্পর্কে নতুন অধ‍্যায়।


আজ এই বৃষ্টিতে

শম্পা মনিমা


পেতে চাই তোকে লিপি আঁকা আকাশগঙ্গায়
ছেঁড়া নীল স্বপ্ন বললেই হয়তো এমনটা হয় না;

জানে আয়োজন করে কখনোই পাবে না
অবুঝ আকাশের মতো অস্পরী চোখ বোঝেনা;

সে ধরে রাখে না অম্বুদে 
ভাবে ,নেমে এলেই বুঝি ঝরে পড়বে তোর বুকে;

কাঁদিসনা বলে তুই ও যে জড়াবি ছলছল প্রেমে
এই দেখ, এইতো এসেছি ফসল ছুঁয়ে তোর কাছে;

সব নালিশ বাধা হেলায় ফেলে, 
জলছাপ নোনা মৃত্যুকল্প দুচোখে ভাসে;

ঘাসের উপর রেখে যায় মাটির ঘ্রাণে
দূরের আকাশ হাসে আজ বুকের ভেতরে।

ভুল করে হয়তো
চাঁদটাও আজ চন্দ্রমুখী সাজে
সালমা চুমকির জরি বোনা সৃষ্টির সব গানে
বৃষ্টি জলে আদরটুকু দিয়ে তোকে কাছে টানে।।



কখন যেন ফুরিয়ে গেলাম

শম্পা মনিমা৷


হাতে বোনা চিঠি আর আসেনা,
শাদা পাতার আকুতিতে তোমার ছোঁয়ালাগা চিঠি–
আর আসে না,
চুম্বনে চাপে সিগারেটের ধোঁয়া লেপে স্থায়ী রঙের
অগোছালো চুলের মতো কাটাকাটি লেখা 
ভেসে থাকতো মনে, কোরকের মতো।
ভেলায় মেঘ কাঞ্চনজঙ্ঘাকে ছোঁয়
তোমাকে ছুঁয়ে যাবার জন্য চিঠিটা, 
আজও অপেক্ষা করে থাকি, বেশি কিছু নয়
তুমি ভালো আছো সেটুকুই থাক লেখায়।

এতো তাড়াতাড়ি ফুরিয়ে যায় কি ভরা পৃথিবী?
আদর,স্পর্শ , মাধুরী ঝরা বৃষ্টির গান,
একলা দুপুরের চুপচাপ গল্পটা,
মেঘলা বিকেলে টুকিটাকি চাওয়া পাওয়া
–সবকি হারিয়ে যায়!
একগোছা বেলফুল তুমি দিয়েছিলে
গীতবিতানের বইয়ের ভিতরে রেখেছিলাম
গন্ধটা ফুরিয়েছে
আমিও কখন যেন ফুরিয়ে গেলাম
দাগটা রয়েছে ছদ্মবেশী তোমার নামে নিস্তব্ধে।

No comments: