Friday, August 16, 2019

কলম





মুক্ত কলম

Sumit Banerjee



কলম সামাজিক সাহিত্য সংষ্কৃতি আঙিনার মূল দিশারী। কলমের ছোঁয়ায় মহান মানুষদের জীবন কাহিনী সর্বসম্মুখে প্রকাশিত হয়, যা দ্বারা সাধারণ মানুষ আপ্লুত হয় এবং নিজ জীবনকে বদল করতে সক্ষম হয়। কলম আমাদের সামাজিক ন‍্যায় নীতি সম্পর্কে অবগত করে। কলমের সূক্ষ লেখনীর মায়াজালে আমরা কল্পনার জগতে প্রবেশ করতে সক্ষম হই। এ কলম ই আমাদের অপরের দুঃখে কষ্ট পেতে  ও অপরের সুখে আনন্দ পেতে শেখায়।
কলম আমাদের মনের গভীরতা আরো বিকশিত করে। এই কলমের জাদুতে একজন কবি, সাহিত্যিক তাঁর অপূর্ব লেখনীর দ্বারা চির অমর হয়ে ওঠেন। কলমই মানুষের মনকে ডানা মেলে উড়িয়ে নিয়ে যায়। জীবনের সব চাওয়া পাওয়ার মাঝে যে কঠিন বাস্তব বিরাজমান তা গল্প উপন্যাস পড়েই জানা যায়। তাই কলম সমাজের এক মহান অঙ্গ।


No comments: