কবিতা :- আজব প্রাণী
লেখক :মেহেদী হাছান মোল্লা
দুর্মতি কুমতি মগজের অধোগতি,
রঙ মেখে সং সেজে করে ভণ্ডামি।
রঙিন ভুবন রঙিন মানুষ,
নিত্যনতুন পরে মুখোশ।
আপন সেজে বক্ষ ছিঁড়ে,
বিশ্বাসের চরম মূল্য দেয় শেষে।
মায়ার জালে বন্দি হয়ে,
অশ্রু জল সদাই করে।
সকল প্রাণি পোষ মানে,
মানব শুধু সুযোগ খুঁজে।
ভুবন গ্রহের আজব প্রাণী,
হাজার জনের হাজার ছবি!
( স মা প্ত )
No comments:
Post a Comment