Tuesday, July 9, 2019

কবিতা

"মানবিক"

         ঝন্টু দাস




চাই না কোন নোংরা খেলা;
শুনতে চাইনা নষ্ট মন গুলো,
সুন্দরের ধ‍্যানে মগ্ন হয়ে
নিজেকে নিঃশেষ করে
ছড়িয়ে দিতে হবে প্রতিটি হৃদয়ে
প্রতিটি দুঃখকে ভালোবাসার স্নেহে;
ফুটিয়ে তুলতে হবে এক কাব‍্য বাগিচা।
শুধু তাই নয়-
ছোট শিশুটি যখন ধর্ষিত হয়,
গৃহবধুর সর্বাঙ্গে মদ‍্যপায়ী স্বামীর
অগনিত আঘাতের চিহৃ,
এখোনো বৃদ্ধ বাবা মায়ের বুকে আঁচড় দেয়
একবিংশের হিংস্র নেকড়েগুলো-
বিপ্লবের মশাল হাতে দাঁড়াতে হবে
সেই সকল বিপন্ন মানবতার পাশে,
মুক্তির জন‍্য তুলতে হবে আওয়াজ।





কবি পরিচিতি : 

নাম - ঝন্টু দাস
ঠিকানা - 
গ্রাম + পোষ্ট - মেনকাপুর,
থানা - দাঁতন,
জেলা - পশ্চিম মেদিনীপুর, 
পিন নং - ৭২১৪৩৫
রাজ‍্য - পশ্চিমবঙ্গ

No comments: