Monday, July 15, 2019

কবিতা







মানুষ গাছ ও নদী



অভ্রনিলয় বসু







চেনা মানুষগুলো খুব সহজেই
অচেনা হয়ে যায় । কষ্ট হয়না ,
ভয় হয় । নিজের প্রতি আস্থা হারায় । 

মানুষ গাছ হতে পারত , দাঁড়িয়ে 
থাকত । মেলে দিত শাখা প্রশাখা
শুন্য আকাশে । একই ভাবে অন্য 
গাছের মতো । তবু বদলে যেতনা । 
হাজারের মাঝে ঠিক চিনে নিতাম ।

আমিও রোজ বদলে যাচ্ছি ।
পাহাড়ের চূড়ায় জমে থাকা অভিমান 
গোলে নদী হয়েছি । স্রোতে ভাষার 
শব্দে অনেকেই আনন্দের সুর 
খুঁজে পায় । আমার চলার শেষ নেই ।
নাম বদলায় এক এক মানুষের কাছে ।

অচেনা মানুষের কাছে আমিও
সেই অচেনা মানুষ , ব্যতিক্রমী নই ।



অভ্রনিলয়  বসু

বিবেকানন্দ আপার্টমেন্ট
রাজা রাম মোহন রায় রোড
পূর্ব বিবেকানন্দ পল্লী
রবীন্দ্র সরণি
শিলিগুড়ি - ৭৩৪০০৬

No comments: