Monday, April 15, 2019

সা'দ বিন রেদওয়ান এর তিন টি কবিতা ।

মার্তন্ডের ঐক্য


সা'দ বিন রেদওয়ান





ও তপন দুল্কা তীক্ষ্ণ রওশন লাগি তৃষ্ণার্ত মুখে তাকায় তব তৃন লতা, স্পর্শ তরে প্রান্তর ঐ ঘাস অনুরাগী খোঁজে সদা তব দর্শন কৃষ্ণের পাতা।
হে ভাস্কর, নিসর্গ আজি উজ্জল তবে শিশির কন্য আদ্রতা থেকে শুষ্কতাময়, মহা আমোদে প্রান ভরে বিস্তৃত ভবে উদয়ে যে আজি শান্তির প্লাবন বয়।
দীপ্তে তোমার তটিনীর স্রোত বলন্তে নব প্রানের সঞ্ঝারে আজি মহিরুহ, তীক্ষ্ণে তব গগনের জীমূত চলন্তে নিদারুনতার বিরল চিত্তে কলহ।
সতত,তব সাথে মিলনে দিবা নিশী গ্রহ পুঞ্জ নক্ষত্র সবি আবদ্ধ রশি।
সা'দ বিন রেদওয়ান ফরিদগন্জ,চাঁদপুর
মোবা : 01745706103
& 01852917414












কোমলকাব্য


কবি সা'দ বিন রেদওয়ান

আমি কেউ নই মক্ষিকা ন্যয় ক্ষুদ্র বঙ্গ কবি,
সুদূর গগনে চিলরুপে উড়ে দেখি বাংলার ছবি।
ইশারা মনের লিখে যাই শুধু হাজারো পৃষ্ঠা ভরে, স্বপ্নের এক মহারানী রুপে সাজাই তুলে ধরে।
নিবৃতে চিত্র দেখে মোর লাগি লিখিতে যে তার ছবি, প্রবাহিত রুপ ক্ষয় করে মসি লিখেছে হাজারো কবি।
মাধুর্যে মাখা নমনীয় রুপ দৃক হীন মনুজ কেউ,
দৃষ্টিতে মোর এঁটে যায় শুধু সুশ্রী বিচিত্র ঢেউ।
শান্তির মরু প্রান্তর ভেদে আসে যে হিয়ারর মাঝে, প্রশমিত তরে ভরে দেয় প্রান ক্লেশহীনতার সাঝে।
অন্তঃকরন ভরে যায় সদা রুপ-রেখা-রেশ ধরে,
লিখে চলি সদা বাস্তব ছবি কোমলকাব্য তরে।
যামিনীকে কালি গোধূলীকে মসি বানিয়ে পরষ্পর,
অবিরাম লিখে চলে এসেছি যে চলছে লক্ষ বছর।
(সংক্ষেপিত)













নিশুতির মূর্তি

কবি সা'দ বিন রেদওয়ান.
তম নিশীর গগন রুপের সৌরভ
সুধাকর আলোর স্নিগ্ধমত্ত্ব গৌরব,
দেখিবার লাগি বারে বারে ফিরি দিকে কলুষিত মনে নাহি দেখা পাই তাকে।
শুভ্রালোকেরা নিজ চিত্তে মৃদু চলন্ত
নিশাপতিরা নির্মল শোভায় জলন্ত,
গগনের ঐ ঝুলন্ত রূপবতী তারা
দৃষ্টির লাগি মনুজ সদা দিশেহারা।
তার মাঝে তব অচেনা পরীর খেলা
দেখিবার ধীর আগ্রহে ফুরায় বেলা,
তটিনীর স্রোত দ্বিজরাজে ঝলমল
জোৎস্নার আলোয় সদা করে কল কল।
প্রাকৃতিস্থ তব গগনের রুপে দগ্ধ
বিধাতার নিরুপ সৃষ্টি শ্যমলে বদ্ধ।
সা'দ বিন রেদওয়ান
ফরিদগন্জ,চাঁদপুর
মোবা : 01745706103
& 01852917414

No comments: