Sunday, April 14, 2019

কবিতা

অপেক্ষা 

আব্দুল্লাহ আল মামুন






একটুক্রো সাদা পাতায়. আষাঢ়ের স্নিগ্ধ সকালে।
 বর্ষার নির্বিত সন্ধ্যায়, মধ্য প্রভাতের মৌ মৌ জ্যোৎস্নায়। বেশে যাওয়া বেলীর গন্ধে, অনভা ছন্দে লিখিলাম কবিতায় ভালো বাসি--- হাঃ ভালো বাসি। একলা দাড়াও বাতাসে জখন, উড়িয়ে লাল শাড়ি । ভেঙ্গে শৃঙ্খল নিরব মনের নিংঢ়ানো এক মুঠো আবরীত প্রেম, বলে ভালো বাসি হা.... ভালোবাসি ভালোবাসি।

No comments: