যন্ত্রণা মাপছি
আবদুস সালাম
উন্মাদনা ঘুমিয়ে গ্যাছে
সীমাবদ্ধতার গন্ডি আষ্টেপিষ্টে বাঁধছে
বেমালুম
অপলক ফুটপাত মুখ ভ্যাঙচায়
পজেটিভ চিন্তার গলায় পড়েছে ফাঁস
নপুংশক হলেই বোধ হয় উতরে যেতাম
ক্রমশঃ ভুলতে বসেছি রাস্তার গল্প
প্রিয়জন আড় চোখে দ্যাখে
রুট বদলে বাইপাস ধরছে সব
কুকুরের মতো রাস্তা মাপছি শুধু
যে বর্ণমালারা পাতা ছেড়ে আসতো মুখে
অভিমানে ঢুকে পড়ছে ফের পাতায়
বটের মতো ঝুরি নামিয়ে যন্ত্রণা মাপছি শুধু
-----------
কবিতা দুই
---খেলা------
-আবদুস সালাম
ক্লান্ত অবসাদ গুলো মুখ থুবড়ে পড়ে আছে
ভিজে যায় ব্যক্তিগত সুখের বারান্দা
স্মৃতি মন্থনে উঠে আসে বিষাদ কলস
কলস ভর্তি শুধু ভ্রান্তির কয়েন
নদী জল কমে আসে
চড়া জাগে দুষ্টু ব্রণের মতো
উচ্ছলতা গিলে খায় ভ্রান্তির অবসাদ
নি.সঙ্গ যাপনে ক্ষতবিক্ষত অন্তর
চাঁদ বাধ্য হয় অমাবস্যার কোলে মুখ গুঁজতে
রেফারী বাঁশি বাজায় খেলা শেষের
-----------# # #
প্রিয় দিদি ভাই
অনেক অনেক শুভেচ্ছা রইলো নতুন বৎসরের ।সাহিত্য পত্রিকায় আপনার উদ্যোগে সামিল হতে কবিতা গুলো পাঠালাম ।সাহিত্যের পাতায় তাদের দেখা পেলে খুশি হবো ।শুভেচ্ছান্তে আবদুস সালাম
প্রয়াস ,শ্রীকান্তবাটি মাদারল্যান্ড
ডাক রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ 742225
9734332656

No comments:
Post a Comment