Kobita
মেঘের দল
বিস্তারিত: www.banglasahittos.blogspot.com
শুভ জিত দত্ত
মেঘ সরে আকাশ আবার
হাসলো সোনা রোদে
নতুন রোদে ফসল গুলো
সোণার হাসি ছড়ায়
দিগন্তের ওই দূর আকাশে
পাখিরা সারা ফেলে
কখন যানি দূর আকাশের মেঘ গুলো ভেসে আসে
কালো মেঘে ঢেকে দেয়
ছেয়ে যায় অন্ধকারে
বৃষ্টি তে ধুয়ে যায়
ফলসের মাঠ যতো
ধুয়ে যায় শহরের রাজপথ
প্রবল স্রোতের তোরে
ভেসে যায় খাল বিল
ভরে যায় পুকুর অসহায় হয়ে চেয়ে থাকা
দূর আকাশের পথে
আকাশে আবার ভরে যায়
নীল সাদা মেঘের দলে
নাম:শুভ জিত দত্তঠিকানা:মহেশপুর বাজার,মহেশপুর,ঝিনাইদাহ,বাংলাদেশ
ইমেইল:shuvojitdutta12@gmail.comঅনার্স চতুর্থ বর্ষ (ব্যবস্থপনা বিভাগ)উপশহর কলেজ, যশোর।
No comments:
Post a Comment