বিস্তারিত www.banglasahittos.blogspot.com
নষ্ট স্বাধীনতা
মোঃআনিসুররহমান
০৩/০৯/১৯
স্বাধীনতার আর কি আছে দেখবে
এসে দেখে যাও রং চং লীলাকৃত্তন
না হয় অপ্রকাশ্যেই ঢাকবে
যার স্বাধীনতা দেখে পানিতে কাদায় অবস্থানরত শামুকও খোলস ছাড়তে বাধ্য
মনে হয় লজ্জাকর স্থানটি আজ
চাষাবাদের যোগ্য
খোলামেলা ময়দান
কয়েকটি পার্কের সমতুল্য
স্বাধীনতা দিয়েছে যাকে
শর্তহীন মূল্য।
স্বাধীনতার আর কি আছে তাতে
যে স্বাধীনতায় প্রয়োজন থেকে প্রিয়জন
পুতুলের মতো নাচে
স্বাধীনতা কি বোঝে কেউ!
মাছ দেখে তো বিড়ালও করে মেউ
পাগলামিতে কুকুরের ঘেউ ঘেউ
চাহিদার কাছে সবি তুচ্ছ
যেন অবাধ্যতার ঢেউ।
স্বাধীনতার আর কি আছে দেখবে
যে স্বাধীনতায় নাটকের নাটকীয়তায়
সারা বিশ্ব আজ মরি মরি হায়!
আধুনিকতার ছোয়ায়
সুশীল সভ্য ভদ্র মেয়েরাও রাস্তায় রাস্তায়
উলঙ্গ পোশাকের মডেলিং চেহারায়
নিজেকে লজ্জায় দেয় না যে ঠায়
আর বলে এটা নাকি স্বাধীনতা
পিঁপড়েয় কামড় দিলে ঠিক বোঝে
না! এটা আধুনিকতা।
No comments:
Post a Comment