এক সমাজ ধর্ষক
---জুনায়ে দ আল হাবিব
এক পুরুষ ধর্ষক;
আরেক পুরুষ বিচার চায়।
এক মেয়ে ধর্ষিতা;
আরেক মেয়ে জামিন দেয়।
এক বাবা ধর্ষক;
আরেক বাকা বিচার চায়।
এক মা ধর্ষিতা;
আরেক মা মুক্তি চায়।
এক ভাই ধর্ষক;
আরেক ভাই বিচার চায়।
এক ভাই আইনজীবি;
ধর্ষকের মুক্তি চায়।
এক শিক্ষক ধর্ষক;
আরেক জন বিচার চায়।
এক সমাজ ধর্ষক;
আরেক সমাজ বিচার চায়।
No comments:
Post a Comment