Monday, September 23, 2019

(হাবিবের কবিতা)



এক সমাজ ধর্ষক

---জুনায়েদ আল হাবিব



এক পুরুষ ধর্ষক;
আরেক পুরুষ বিচার চায়।
এক মেয়ে ধর্ষিতা;
আরেক মেয়ে জামিন দেয়।

এক বাবা ধর্ষক;
আরেক বাকা বিচার চায়।
এক মা ধর্ষিতা;
আরেক মা মুক্তি চায়।

এক ভাই ধর্ষক;
আরেক ভাই বিচার চায়।
এক ভাই আইনজীবি;
ধর্ষকের মুক্তি চায়।

এক শিক্ষক ধর্ষক;
আরেক জন বিচার চায়।
এক সমাজ ধর্ষক;
আরেক সমাজ বিচার চায়।


রচনাকাল :১২/০৭/১৯
মোঃজুনায়েদ আল হাবিব
ইংরেজি বিভাগ ( ফাইনাল ইয়ার)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

No comments: