বড়ালের তীরে
অলোক আচার্য
আমার বাড়ি ঘেঁষে-বড়ালের তীর
শালিক, চড়ুই আর-বুনোটিয়ের ভিড়
কলমির ঝোপ শেষে-হেলেঞ্চার সারি
এমনি মায়ায় গড়া-আমার বাড়ি।
দুপুরে খেলার ছলে -হাতে নিয়ে জাল
ডুব দিয়ে মাছ ধরে-নামে বিকাল।
বিকেলে শান্ত নদী-শান্ত নদীর তীর
ধীরে ধীরে বাড়ে-পাখ পাখালির ভিড়।
সন্ধ্যায় বাড়ি ফেরে-বকের ঝাঁক
বড়ালের সাথে মিশে-ইছামতির বাঁক।
রাত হলে জেলেপাড়ায়-পরে যায় সাড়া
রাত জেগে মাছ ধরে-ঘরে ফেরে তারা।
No comments:
Post a Comment