কবিতায় পোঁচ
অনিন্দ্য আনিস
ধার করা জ্ঞান লজ্জাবতি লতার মতো
প্রশ্ন শুনলেই নুয়ে পড়ে।
ইদানিং সাহিত্য পাতার কবিতা সদ্যরোপা ওলকপি
ব্যাপক সমালোচিত।
সম্পাদক ভাবের ঢেঁকুর তুলে ক্রস দেয়
একের পর এক
হাইতোলে লাল কালির---
টেবিল লড়তে থাকে দুপায়ের কম্পণে।
প্রাণ বন্ধু? ডাস্টবিনে দিয়েছো ফেলে
সোনার বরণ
কবিতার রাজপাতা।
আহ! কি সুখ!
অকবির কবিতায় পাতা ভরে যায়
সম্পাদক হাসে পকেট ভরা টাকায়।
কবিতার ভাণ্ডার শূণ্য হতে থাকে
কালে কালে প্রশ্ন জাগে?
লেখক: উপজেলা মৎস্য কর্মকর্তা, শ্যমনগর, সাতক্ষীরা৷
No comments:
Post a Comment