শুফম সাহিত্য পত্রিকা
হারানোহারানো দিনের সৃতিগুলো
------------------------------ -----
_ এন হক (জান)
বাকসা, আসাম
চখের জলে ভেসে চলা সময়ের বুকে লেখা
পুরনো চিঠির পাতায় ঠিকানাহীন শব্দের মালা
সারাক্ষণ আমায় মনে করে দেয়
ঐ কাছাকাছি বসে
মুধু মাখা ওঁঠে
ভালোবাসার গানে গানে প্রাণঘাতী স্বপ্নচারিনী
তোমার দুচোখে হারিয়ে যাওয়া দিন।
কতো কথা, আজ দেয় সুধু বেথা
প্রেমালাপের প্রেমালিঙ্গনের সুরের তরঙ্গে
যেদিন হারিয়েছিলাম সমাজচ্যুৎ হবার ভয়
প্রেমময় সন্ধ্যায়
বাসা ফেরত পাখির কল্লোলে
হয়ে একাকার
দুজনের দুটি মন এক হৈয়ে
নিয়েছিলাম শপথ
ছাড়বোনা কখনোই কেউ কারো হাত।
স্বপ্নের নতুন পথে চলে গেলে সাথী
আমার স্বপ্ন, আশা আরও ভালোবাসা
প্রবঞ্চনার চিতায় জ্বালিয়ে - পুরিয়ে
উড়িয়ে দিতে পারলে কি করে তুমি
তুমি ভেঙ্গে যাওয়া হৃদয়ের টুকরোতে দেখি
স্বপ্নের প্রাসাদে দাঁড়িয়ে
তুমি ভেজা জোৎস্নায় আমিও ভিজি
তুমি প্রাপ্তিতে হাসো
আর আমি হারানো যন্ত্রণায় কাঁদি
বলতে পারো, কতোটা নিচুতে নামলে
মানুষ সুখী হতে পারে তোমার মতো?
জানো,
আজো নদীর ঘাটে বসে
হারানো দিনের সৃতিগুলো আগলে
কেঁদে উঠে মন, তুমি ফেরার আশায় আছি
দুই কুল ভাঙ্গা হৃদয় জুড়োনোর আশায়
তুমি এসো সাথী ফিরে
চলে যাব আবারও ঐ পুরনো দিনে।
ফোনঃ ৯১০১৮২৮১৫৯
দিনের সৃতিগুলো
------------------------------ -----
_ এন হক (জান)
বাকসা, আসাম
চখের জলে ভেসে চলা সময়ের বুকে লেখা
পুরনো চিঠির পাতায় ঠিকানাহীন শব্দের মালা
সারাক্ষণ আমায় মনে করে দেয়
ঐ কাছাকাছি বসে
মুধু মাখা ওঁঠে
ভালোবাসার গানে গানে প্রাণঘাতী স্বপ্নচারিনী
তোমার দুচোখে হারিয়ে যাওয়া দিন।
কতো কথা, আজ দেয় সুধু বেথা
প্রেমালাপের প্রেমালিঙ্গনের সুরের তরঙ্গে
যেদিন হারিয়েছিলাম সমাজচ্যুৎ হবার ভয়
প্রেমময় সন্ধ্যায়
বাসা ফেরত পাখির কল্লোলে
হয়ে একাকার
দুজনের দুটি মন এক হৈয়ে
নিয়েছিলাম শপথ
ছাড়বোনা কখনোই কেউ কারো হাত।
স্বপ্নের নতুন পথে চলে গেলে সাথী
আমার স্বপ্ন, আশা আরও ভালোবাসা
প্রবঞ্চনার চিতায় জ্বালিয়ে - পুরিয়ে
উড়িয়ে দিতে পারলে কি করে তুমি
তুমি ভেঙ্গে যাওয়া হৃদয়ের টুকরোতে দেখি
স্বপ্নের প্রাসাদে দাঁড়িয়ে
তুমি ভেজা জোৎস্নায় আমিও ভিজি
তুমি প্রাপ্তিতে হাসো
আর আমি হারানো যন্ত্রণায় কাঁদি
বলতে পারো, কতোটা নিচুতে নামলে
মানুষ সুখী হতে পারে তোমার মতো?
জানো,
আজো নদীর ঘাটে বসে
হারানো দিনের সৃতিগুলো আগলে
কেঁদে উঠে মন, তুমি ফেরার আশায় আছি
দুই কুল ভাঙ্গা হৃদয় জুড়োনোর আশায়
তুমি এসো সাথী ফিরে
চলে যাব আবারও ঐ পুরনো দিনে।
ফোনঃ ৯১০১৮২৮১৫৯
No comments:
Post a Comment