শুফম সাহিত্য পত্রিকা
আকাঙ্ক্ষিত ঝড়
ঝড়ের পরে অশান্ত কিছু ধ্বংসাবশেষ
গেঁথে আছে মনের কার্নিশে।
তোমায় খুঁজতে খুঁজতে হ্যাঁচকা টানে
হাতে নিলাম মৃত ধ্বংসের ফসিল,
পেয়েছি পারফিউমের বোতল,
ভাঙা কাঁকনের টুকরো,
অনামিকায় শোভা পাওয়া হীরের আংটি টি,
আর আমার প্রিয় লাল লিপস্টিক।
আমি একা খুঁজছি না তোমায়
তোমার প্রিয় আমগাছ
হেলে পড়া কাঠের আসন
বিধ্বস্ত পাখিটি ঘুরে ঘুরে খুঁজছে তোমায়,
নীল দীঘির লাল পদ্ম ছিন্নভিন্ন
অশান্ত ঢেউ তুলেছে উদভ্রান্ত ছন্দে
আকাশ জুড়ে তারাদের করুন নির্ঝর কান্না
ম্লানিত নিশি বিহগের বাসর শয্যা
মাটি ধোয়া নগ্ন নুড়ি তাকিয়ে অসহায়,
চায় তারা আরও একটি ঝড়,
তোমায় ফিরে পাওয়ার আশায়.....
-------------------+---------- -------------
অণ্ডাল, ০৬/০৫/১৯
নূতন জীবন
জনহীন পথের কোণে মেলেছে বাহার অনামী ফুলের স্তবক, সিক্ত পরিমলের সুবাসিত ঘ্রাণ প্রত্যাশায় অতীন্দ্র প্রেমের অন্বেষিত প্রহর, জীবন স্পৃহার এই পরিধান এই শোভন, এই সৌরভ।
শোভিত লাবন্যের হাতছানিতে আসে ক্ষুধিত
মধুকর তার উদ্যত অধরের তাপ নিয়ে তৃষিত নয়নে,
পুলকিত মিলনে বিনিময় করে পরস্পরের
পরিপূরক উষ্ণতা। এঁকে দেয় তীক্ষ্ণ ওষ্ঠের কামুক চুম্বন আর বাহারী পাখনার শীতল আহতি
ক্ষণিক চঞ্চলিত সেই আলোর বন্যা কেড়ে নেয় একদিন বন্য প্রেমের মুগ্ধতা, মুষড়ে পড়ে
রূপ লাবন্য কোমলতা,
কঠিন আগুনে পুড়ে যায় শরীর মন প্রাণ।
নীরবে প্রেমের সমাধি গড়ে ওঠে তাচ্ছিল্যের
অনাসক্ত শরীরে, ঝরে যায় সেও একদিন-
শুধু লিখে যায় নতুন ভোরে নতুন এক জীবনের নাম...
------------------------+----- ------------------------------ ---
অণ্ডাল, ০৭/০৫/১৯
Subir Mandal
4059 Moulana Azad Road
Hridaypur, Shantinaga, Balaka
Near Hari Chand Guruchand Mandir
Po-Barasat
PIN-700127
MO-9002073820
..... 8906684528
No comments:
Post a Comment