মাদকের কারণে
মো.আবুল কালাম আজাদ (রাজ কালাম)
মাদকবিরোধী র্যালি,মানব বন্ধন,আলোচনা সভা
কতকিছুই না হচ্ছে বিস্মিত আজ সারা বিশ্ব,
হবেনা কেন? মাদকের কারণে যুব সমাজ ধ্বংস
পরিবার-পরিজন ও মাদকাসক্ত সবাই হচ্ছে যে নিঃস্ব।
মদ,গাঁজা,আফিম,হেরোইন, ইয়াবা, ফেনসিডিল সহ
আরো কত নামে দেহে ও রক্তের শিরায় করছে প্রবেশ,
ক্ষণিকের আনন্দে শিহরণ জাগিয়ে নানান সমস্যায়
জর্জরিত করে মারাত্মক ব্যাধি বানিয়ে করছে নিঃশেষ।
মাদকে প্রেম,মাদকের টান, মাদকের নেশা যেকোন শক্তি যেমন খেলার নেশা, প্রেমের টান মাদকের কাছে হার মানে,
যে মাদকাসক্ত ও তার পরিজন এবং পরিবারের
লোকজন সব থেকে ভালো জানে।
আর্থিক, মানষিক, দৈহিক, নৈতিক, ধর্মীয়, পারিবারিক
সামাজিক সকল ক্ষতি এই মাদকেই করে,
সময় থাকতে এসবের কাছে যেও নাকো কেউ
সুস্থ জীবনযাপন কর অন্যথায় বেঁচে থেকেও যাবে মরে।
Md.Abul Kalam Azad(Raj Kalam)
80/2,South Goran,Khilgao, Dhaka-1219
Mobile-01846839300
No comments:
Post a Comment