Monday, May 6, 2019

কবিতা ~ কেন জানিনা অরুণাভ বীর চঞ্চল সমুদ্রের হৃদয়গ্রাসী হাওয়ায় ঝিনুকের গোপন মুক্তোময় অহংকারে এসেছে মৃত্যু নক্ষত্রের প্রেম।, জীবনকে করেছো ছদ্মবেশী- তাই তলিয়ে যাচ্ছে তোমার আত্মাময় ছন্দ, তবুও কৃত্রিমতায় রয়েছে প্রাণ, বাতাসের কাছে গোপন প্রার্থনা জানিয়ে কেন চলেছো একা ডুবুরীর দিকে। ***** অরুণাভ বীর রঘুনাথপুর। ডাকঘর+জেলা: ঝাড়গ্রাম। ডাক সূচক :৭২১৫০৭। পশ্চিম বঙ্গ। ভারত। চলভাষ ন





কবিতা ~
                    কেন জানিনা 

                                          অরুণাভ বীর 

চঞ্চল সমুদ্রের হৃদয়গ্রাসী হাওয়ায় ঝিনুকের গোপন মুক্তোময় অহংকারে এসেছে মৃত্যু নক্ষত্রের প্রেম।,
জীবনকে করেছো ছদ্মবেশী-
তাই তলিয়ে যাচ্ছে তোমার আত্মাময় ছন্দ, 
তবুও কৃত্রিমতায় রয়েছে প্রাণ, 
বাতাসের কাছে গোপন প্রার্থনা জানিয়ে কেন চলেছো একা ডুবুরীর দিকে। 
                     *****
অরুণাভ বীর 
রঘুনাথপুর। 
ডাকঘর+জেলা: ঝাড়গ্রাম। 
ডাক সূচক :৭২১৫০৭।
পশ্চিম বঙ্গ। ভারত। 
চলভাষ নম্বর :৯৬৭৯০৯০৮১৫।

No comments: