Monday, May 6, 2019

( ভারতের কবি) গাছেদের সংসার জয়ন্ত দেওঘরিয়া

    



    গাছেদের সংসার
                  জয়ন্ত দেওঘরিয়া




সরে যাচ্ছে গাছ
       ভেঙ্গে যাচ্ছে গাছেদের ঘর সংসার
মাংসখেকো জীবের পরিযোজন
       কোষ থেকে কোষে বিদ্যুৎ তরঙ্গ
                   সব জল শেষ!
ভেসে বেড়ায় তৃষ্ণা—ঘিলু হতে বুড়ো আঙুল।
কচ কচ করে খেয়ে নিচ্ছে ক্রমে নতুনত্বের সকল শখ—
লিকলিকে বাঘ নখেদের মনিটরিং...
ছায়াঘেরা স্মৃতিস্তম্ভের চারিদিকে বনবন শব্দে ঘোরে সন্তানহারা ক্ষিপ্র বাতাস।
অস্থির জীবন যাপনে চিন্তিত গাছেরা দাবি রাখে দুই হাত মাটির উপর মাথা গুঁজার মত একখানা ঘর।
                  _______________

জয়ন্ত দেওঘরিয়া
আনারা পুরুলিয়া (ভারত)
ফোন-৬২৯৬৫২৭৯৪৭
তারিখ-০৫.০৫.১৯(ইং)

No comments: