পরকাল
জে জে জাহিদ হাসান
দিন যাচ্ছে মাস যাচ্ছে কমছে আমার আয়ু
তার সাথে সাথে ফুরিয়ে যাচ্ছে শ্বাস নিঃশ্বাসের বায়ু।
চলে গেলে আর ফিরে আসা হবে না
কথাটা ভাবতে এ বুকে জমে কতই না যন্ত না,
তোমরা আমায় রেখে আসবে দরজা জানালাহীন বদ্ধ এক ঘরে
আর ফিরে আসা হবে না রয়ে যাব চির তরে।
একলা ঘরে থাকবো আমি থাকবে না আর কেউ
ভেবেছে যে মোরে খুবই বেশি ভুলে যাবে সেও
থাকবো আমি অন্ধকারে জ্বলবে না আর বাতি
থাকবে না কেউ আমার আপন থাকবে না কোন সাথি।
পাপ পূন্যের হিসাব হবে পাব আমি ক্ষমা
যদি থাকে পূন্যের খাতায় অধিক পরিমান জমা।
1 comment:
tnx
Post a Comment