Monday, May 6, 2019

সত্যে ------ নবীন মণ্ডল




সত্যে
 ------ নবীন মণ্ডল





জীবন জুড়ানো ধন প্রাণের কথা কয়
সে তো সত্য বান সদা শুভ্র হয়।
থাকে সর্ব সুখে তাঁর আলো পূর্ণ রূপে
মানিক জড়ানো যে পড়ে না কারও কোপে।
বিশ্ব মাঝে সকল অরূপ বিরাজ তাঁর
হয় সে সুখের গলায় পরা অমূল্য হার।
ন্যায় নীতি অন্যায়ে থাকে ঠিক ভুলে
সর্ব সুখে শোভা সত্য স্বীকারে দুলে।   
তৃপ্তি শান্তি মন সুখ জীবন বহতা বানে
আদি অন্ত শেষ হয় হিসাবনিকাশ মানে। 
মাপের দাঁড়ি সেইতো নিজে তাঁরই ভজাই জীবন
চলতে পথে আর কিছু না সদাই করি স্মরণ।।   

------+-++--------+++++-------+-+++------++-

No comments: