কিশোরাচ্ছন্ন...
অভিজিৎ দাসকর্মকার
অবিভাজিত স্নায়ুকোষ আঁচড়ায়-কামড়ায় পাঁচমাথার ক্রসিংওভারে
সরু সরু লিপস্টিক দাগ ঢলকিশোরের গালে-
ক্রমাগত পারাপার করে
অসাধারন মহিমা
আর
অপেক্ষা
কিশোরীর সমস্ত সম্পর্কের জলজকোষ আদর করে
কবি কিশোরাচ্ছন্নের শুদ্ধসীমায় দাঁড়িয়ে-
কবির সর্বাঙ্গের স্বেচ্ছাচারীতা নদীতে মিশছে
তারই
আগোলখোলা কোলে শান্তিরই প্রচ্ছায়া চুমু লেখে
আর
শ্রাবনের মেয়েটি আষাঢ়-কলার নাব্যতায় স্থির
তবুও
কবির আয়না মহলে এখনও সে যুবতিই হয়ে যায়...
AVIJIT DASKARMAKAR
COLLEGE ROAD.BISHNUPUR
BANKURA 722122.WB
7001908121
COLLEGE ROAD.BISHNUPUR
BANKURA 722122.WB
7001908121
No comments:
Post a Comment