সবুজ ক্যাকটাস"
সুজিত কুমার পাল
(লাভপুর পুরাতন বাসস্ট্যান্ড
ডাকঘর লাভপুর
জেলা বীরভূম )
731303
মোবাইল 9932234330
********************
তুমি যখন অস্পষ্ট তারার মতো
আমার আকাশ জ্বলে।
অন্ধকারে সলতেটা উসকে দিই।
প্রদীপের নিচে জমাট ভাবটা থেকেই যায়।
জোনাকিরা মিলিয়ে গিয়েছে দূর অন্ধকারে....
দুর্বোধ্য নীলিমায় খুঁজে পাই না মরূদ্যান।
অচেনা শব্দের ঝংকারে গদ্যময় কবিতার পাড়া।
চেনা সুরে লেগেছে অচেনা মড়ক।
জানি না কি করে এড়াব তাকে।
কি করে এড়াব নিঃসীম শূণ্যতা?
কি করে সম্পৃক্ত হব সর্পিল বাঁকে?
আজ কুয়াশার দিকচক্রবালে সবই অদৃশ্য।
তেলহীন হয়ে আসে বাতির গর্ভ...
জানি না বাজবে কিনা মঙ্গল শঙ্খ!
তবু পথ চেয়ে রাত জাগে চোখ।
জানি না আছো কি না পুরাতন খাতে।
তবু দিন রাত্রির স্তব্ধ প্রহরে,
উন্মুক্ত থাকে দ্বার অবিশ্বাস্য বিশ্বাসে।
তবু পোড়া মন জীবন ভালোবাসো।
No comments:
Post a Comment