বাঁচতে দাও
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়।।
একটা ভুলভুলাইয়াতে ঢুকে গেছে আমাদের বোধ,
আর আমরা জীবনের সব মূল্যবান মুহূর্তগুলো
ভাসিয়ে দিয়ে কিনে আনছি মিথ্যে প্রতিশ্রুতি। বুঝতেই পারছি না এত অসূয়া,এত মিথ্যাচার
আর এত ক্রোধ কি করে দিক নির্দেশক হতে পারে!
আমরা নদী তীরের মানুষ,
আমাদের রক্তে কৃষি, আশরীর পলি,চেতনায় রবীন্দ্রনাথ, প্রজ্ঞায় নজরুল।
পলাশের পাপড়িতে আমাদের বসন্তোচ্ছ্বাস বাঁধা।
আমাদের সমস্ত সুর বাউলের একতারার
বোষ্টমীর সারা শরীরের রসকলিতে গাঁথা প্রেম।
দোহাই তোমাদের আমাদের অভিমন্যু বানিয়ে প্রবেশ মন্ত্র শিখিয়ে প্রস্থান মন্ত্রটুকু না শিখিয়ে
এমন ভুলভুলাইয়াতে ছেড়ে দিও না। জীবন তো
একটাই, তার রূপ-রস-শব্দ-গন্ধে নিবিড় ভাবে
নীরবে ডুবে থাকতে দাও। বুঝে নিতে দাও ধর্ম
আমাদের ধারণ করে কি না। ঘুলিয়ে দিও না।
বেদ-উপনিষদ-কোরান -বাইবেল-ত্রিপিটক-গীতা
থেকে তুলে নিতে দাও--মানব কল্যাণের মূল মন্ত্র।
তোমাদের দোদুল্যমান বজ্র আঁটুনি থেকে মুক্তি দাও। দোহাই তোমাদের, আমাদের বাঁচতে দাও!!
**********
SUDIPTA BANDYOPADHYAY.
7P/1, RAM ROAD, SARSUNA,
KOLKATA-700061.
PH.9432222463.
No comments:
Post a Comment