আবদার
রাম সরেন
ওই সকালের স্নিগ্ধ বাতাসের মতো
তোমার ভালবাসার পরশে শুরু দিবস আমার,
কাঁচা মিঠে রোদের সোনালী ঝিলিকে
দেখি দুঃখ ভোলানো হাসি তোমার।
তোমার মায়াবী চোখের মায়া দেখি
পদ্মের ওই পাপড়ি মাঝে,
চাঁদের ন্যায় সৌন্দর্য তোমার
তাই পরিরাও লুকায় লাজে।
তোমার ওই দীর্ঘ কেশ দেখে মনে হয়
যেন বহমান নদী চলেছে মোহনায়,
সাগর যেন ব্যাকুল হয়ে
ডাকছে তাকে প্রতি সময়।
প্রজাপতির মতো ওই হৃদয় তোমার
যে উড়ে বেড়ায় শত বাগিচায়,
তাকে আমার কাছে পাঠিয়ে দিও
জানি সে আগলে রাখবে আমায়।
নাম - রাম সরেন
গ্রাম+পোস্ট- পিন্ডিরা
জেলা- পূর্ব বর্ধমান
থানা- কালনা
পিন- ৭১২১৪৬
মোঃ ৯৬৭৯২৬২৪১৭
No comments:
Post a Comment